Thursday, October 23, 2025

বাদ পড়ছেন কোন কোন উপদেষ্টা? যা বললেন মাসুদ কামাল মাসুদ কামাল

আরও পড়ুন

২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের তিন দিন পর ড. ইউনূসের নেতৃত্বে গঠন হয় বর্তমান অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই দাবি করা হচ্ছিল অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হওয়া ব্যক্তিরা সবাই দল নিরপেক্ষ। তবে সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল। তাদের দাবিগুলোর মধ্যে একটি দাবি কমন, তা হচ্ছে উপদেষ্টা পরিষদ থেকে ‘দলীয় উপদেষ্টা’ বাদ দেওয়া।

রাজনৈতিক দলগুলোর নেতাদের দাবি, উপদেষ্টা পরিষদে দলীয় উপদেষ্টা থাকলে তা আগামী নির্বাচন সুষ্ঠু করতে বাধাগ্রস্ত করবে। এ কারণে তারা নির্বাচনের আগে ‘দলীয় উপদেষ্টাদের’ অপসারণ চেয়েছেন। তবে কোনো দলের প্রতিনিধিরাই নির্দিষ্ট কোনো নাম বলেননি প্রধান উপদেষ্টার কাছে।

আরও পড়ুনঃ  এবার বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ, যা জানা যাচ্ছে

তবে এই ‘দলীয় উপদেষ্টা’ তালিকায় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের নাম থাকবে বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

আজ বৃহস্পতিবার তার ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মাসুদ কামাল বলেন, “আমার ধারণা, রাজনৈতিক দলের নেতারা যে ‘দলীয় উপদেষ্টাদের’ কথা বলেছেন তার মধ্যে আসিফ মাহমুদ আছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে অযোগ্যতা, যুক্ত হয়েছে ক্ষতিকর অযোগ্যতা। কিছু কিছু লোক আছে কোনো কাজ করতে পারে না সে অযোগ্য।’

আরও পড়ুনঃ  মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট

আসিফ মাহমুদকে মনে করার কারণ হিসেবে তিনি উপদেষ্টার সম্প্রতি একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ তুলে ধরেন।

যে পোস্টে আসিফ মাহমুদ জানান, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে করা কয়েকটি চুক্তি বাতিলের খবর। তবে পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা এমন তথ্য নাকচ করে দেন। উপদেষ্টা পদে থেকে আসিফ মাহমুদের এমন কর্মকাণ্ডকে ‘ভুল কাজ বা উল্টাপাল্টা কাজ’ বলে অ্যাখ্যা দিয়েছেন মাসুদ কামাল।

তিনি বলেন, ‘আসিফ মাহমুদ অযোগ্য। এত ভুল কাজ করেন, উল্টাপাল্টা কাজ করেন।

আরও পড়ুনঃ  যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার

আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক চরম খারাপ করার জন্য এমন দু-একটা (আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট) ঘটনাই যথেষ্ট। আপনি কত বড় বীর হয়ে গেছেন ভাই, যে আপনি এই ধরনের অপকর্ম করেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ