চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিয়েছেন বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ১০৫ জন। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রোজগঞ্জ বাজারে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জামায়াতের নেতারা।
সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা সাজেদুল ইসলাম সাজুর নেতৃত্বে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রভাত অধিকারী, শংকরচন্দ্র ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. বেল্টু রহমান, নবীননগর গ্রামের বিএনপি নেতা বিপুল, একই গ্রামের কাঙ্গাল এবং সরোজগঞ্জ বাজারের ওলীউর রহমান ওলীসহ ১০৫ জন জামায়াতে ইসলামীতে যোগ দেন।
আপনার মতামত লিখুনঃ